ফেনীর সদর উপজেলায় অভিযান চালিয়ে দেশে তৈরি ওয়ান শুটারগান, কার্তুজ ও চকলেট বোমা জব্দ করেছে র্যাব; এ সময় কাউকে আটক করা যায়নি।
সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া ইউনিয়নের লেমুয়া ফুটওভার ব্রিজের নিচে এ অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায় বলে র্যাব-৭ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান।
তিনি বলেন, “সংঘবদ্ধ মাদক কারবারির একটি দল লেমুয়া ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নিয়েছে খবর পেয়ে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। এরপর ওই জায়গায় তল্লাশি করে সাদা প্লাস্টিকের একটি শপিং ব্যাগের ভেতর থেকে ২টি ওয়ান শুটারগান, সাতটি কার্তুজ, দুইটি রকেট প্যারাস্যুট ফ্লেয়ার ও ১৩১টি চকলেট বোমা জব্দ করা হয়।”
সাদেকুল ইসলাম আরও বলেন, জব্দ হওয়া অস্ত্র ও চকলেট বোমাগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।