২০০৭ সালের ২২ অক্টোবর ছোট যমুনা নদীর পাশে আখ ক্ষেত থেকে ওই যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
Published : 29 Mar 2024, 12:09 PM
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক যুবককে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার জয়পুরহাটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ নূর ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল।
দণ্ড পাওয়ারা হলেন- পাঁচবিবি উপজেলার টিঅ্যান্ডটি পাড়ার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বী ও নাকুরগাছীর মোবারকের ছেলে ওসমান গণি রুবেল।
মামলার বরাতে পিপি নৃপেন্দ্রনাথ জানান, ২০০৭ সালের ১৯ অক্টোবর রাতে পশ্চিম বালিঘাটা গ্রামের হেলাল উদ্দীনের ছেলে মিজানুর রহমান অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরে ২২ অক্টোবর সকালে দমদমা শ্মশান ঘাটের ছোট যমুনা নদীর পাশের একটি আখ ক্ষেত থেকে ৩৭ বছর বয়সি মিজানুরের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান পিপি।
সাক্ষ্যগ্রহণ শেষে তিন আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি নৃপেন্দ্রনাথ।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি সোহেল রানা খালাস পেয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]