এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
Published : 03 Dec 2023, 08:48 PM
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা অবরোধের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ইউসুফ পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
বাসের চালকের বরাতে ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান বলেন, “ইউসুফ পরিবহনের বাসটি ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছিল। পথে চন্দ্রা এলাকায় এক নারীসহ ১০-১২ জন ‘অল্প বয়সী’ যাত্রী বাসে ওঠে।
পরে চন্দ্রা থেকে যাত্রী নিয়ে বাসটি চন্দ্রা ফ্লাইওভার পার হওয়ার আগেই বাসে থাকা এক নারী আগুন আগুন চিৎকার করে ওঠেন। এ সময় সব যাত্রী ও চালক তাৎক্ষণিকভাবে নেমে যায়। আগুনে পুড়ে যায় সম্পূর্ণ বাস।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান আতাউর।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, “আগুনে বাসটি পুড়ে গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”