ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Published : 21 Mar 2024, 03:40 PM
নাটোরের সিংড়া উপজেলায় গুচ্ছগ্রামে আগুন লেগে ১৭টি বসত ঘর এবং দুইটি গরু পুড়ে গেছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চামারীর গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে সিংড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার, মো. কামরুজ্জামান জানান।
তিনি বলেন, আশ্রায়ণ প্রকল্পে আদর্শ গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সিংড়া ও নাটোর ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“এখানে ঘরগুলো খুব কাছাকাছি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ১০টি পুড়োপুড়ি আর সাতটি ঘর আংশিক পুড়ে গেছে। কিছু গাছপালা, দুইটি গরু, নগদ চার লাখ টাকা ও ঘরের আসবাবপত্রের সঙ্গে টিনও পুড়ে গেছে।”
বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার ধারণা।
ফায়ার সার্ভিসের লিডার কামরুজ্জামান বলেন, এ অগ্নিকাণ্ডে ঘটনায় সব মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।