বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নাটোর জেলা আওয়ামী লীগের

জাতির পিতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে শপথ পাঠ করান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2023, 12:13 PM
Updated : 10 March 2023, 12:13 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির সামনে নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যরা।

শুক্রবার বেলা ১১টায় জাতির পিতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে জেলা নেতাদের শপথ পাঠ করান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এর আগে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ অগাস্টের শহীদ ও মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সাফল্য কামনায় প্রার্থনা করা হয়।

নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আহাদ আলী সরকার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আল মামুন।

পরে প্রতিমন্ত্রী নাটোর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।