নোয়াখালীতে গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

‘চার চোর দুই গোয়াল থেকে আটটি বাছুর নিয়ে লেগুনায় করে পালানোর চেষ্টা করে।’

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 07:19 AM
Updated : 10 August 2022, 07:19 AM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে তাকে হত্যা করা হয় বলে জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান।

নিহত ব্যক্তি ফেনীর দাগনভূঁঞা উপজেলার বাসিন্দা বলে জানালেও পুলিশ তাৎক্ষণিকভাবে তার নাম-ঠিকানা বলতে পারেনি।

পুলিশ সুপার প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “চরফকিরা ইউনিয়নের অর্জুনতলা এলাকায় জাকির হোসেন নামে এক ব্যক্তির গোয়াল থেকে চারটি বাছুর এবং একই গ্রামের নুর উদ্দিনের গোয়াল থেকে চারটি বাছুর চুরি করে চার চোর। বাছুরগুলো লেগুনায় তুলে পালিয়ে যাওয়ার সময় মালিকরা টের পান। তারা মোবাইল ফোনে যোগাযোগ করে লোকজন জড়ো করেন; রাস্তায় ব্যারিকেড দেন ট্রাক্টর দিয়ে।

“তিনজন পালিয়ে গেলেও একজন ধরা পড়েন। উত্তেজিত জনতা তাকে পিটুনি দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।”

সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাছাড়া ক্ষুব্ধ জনতা চুরিতে ব্যবহৃত লেগুনা ভাঙচুর করে; পরে আগুন ধরিয়ে দেয়।

পুরিশ সুপার বলেন, আগুন দেওয়ার পাশাপাশি লেগুনাটি তারা খালে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চুরি ও পিটিয়ে হত্যার অভিযোগে থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।

চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি বলেন, পালিয়ে যাওয়া আরও একজনকে সকাল ৯টার দিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।