তানভীর মোটরসাইকেলে দুই আরোহী নিয়ে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে বেড়াতে যাচ্ছিলেন।
Published : 02 Dec 2023, 09:32 AM
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার এসআই আক্তার হোসেন।
নিহত ৬২ বছরের মজিবুর রহমান উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রয়াত আব্দুল মালেকের ছেলে।
আহত হয়েছেন জেলা সদরের লক্ষ্মীনারায়ণপুরের আলমগীরের ছেলে ও মোটরসাইকেলের চালক তানভীর (২০) এবং মোটরসাইকেলের আরোহী রাব্বি।
স্থানীয়দের বরাতে এসআই আক্তার জানান, তানভীর মোটরসাইকেলে দুই আরোহী নিয়ে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে বেড়াতে যাচ্ছিলেন। পথে বেপরোয়া গতির কারণে ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।
এক পর্যায়ে মোটরসাইকেলটি পথচারী মজিবুর রহমানকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পড়ে গিয়ে আহত হন মোটরসাইকেল চালক ও এক আরোহী।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এসআই আক্তার হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলসহ আরেক আরোহী মো. ইউসুফকে থানায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।