রোববার নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনেও ঋণ খেলাপির অভিযোগে আব্দুল মান্নানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
Published : 04 Dec 2023, 04:04 PM
টিজার- রোববার নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনেও ঋণ খেলাপির অভিযোগে আব্দুল মান্নানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
নোয়াখালীর পর লক্ষ্মীপুরেও বিকল্পধারার মান্নানের মনোনয়নপত্র বাতিল
লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে নোয়াখালী-৪ আসনেও তার মনোনয়নপত্র বাতিল হয়।
ঋণ খেলাপি ও ট্যাক্স পরিশোধ না করার অভিযোগে সোমবার যাচাই-বাছাই শেষে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
মেজর (অব.) আব্দুল মান্নান ৩ কোটি ২৯ লাখ টাকা ট্যাক্স পরিশোধ করেননি। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে থাকা তার ঋণ খেলাপি হিসেবে পরিগণিত হয়েছে।
তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বর্তমান সংসদ সদস্য। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে জয়ী হন তিনি।
নোয়াখালীতে আওয়ামী লীগের কিরণ ও বিকল্পধারার মান্নানের মনোনয়ন বাতিল
এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীকে।
রোববার নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনেও ঋণ খেলাপির দায়ে আব্দুল মান্নানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এ বিষয়ে জানতে সোমবার দুপুরে আব্দুল মান্নানের মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি।