জমি নিয়ে বিরোধে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
Published : 18 May 2023, 03:54 PM
সিরাজগঞ্জ সদর উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা গেছেন এক বৃদ্ধা।
বৃহস্পতিবার ভোরে রতনকান্দি ইউরিয়নের মহিষামুরা গ্রামের বাড়ি থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি হুমায়ুন কবির।
নিহত গোলাপী বেগম (৬০) ওই গ্রামের বাহেজ খন্দকারের স্ত্রী।
ওসি হুমায়ুন কবির জানান, বুধবার গভীর রাতে বাড়িতে ঢুকে গোলাপী বেগমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
স্বজনদের বরাতে ওসি জানান, ধারণা করা হচ্ছে জমি নিয়ে বিরোধে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।