পুলিশ জানায়, একটি শিশুর বয়স ৮, অন্য শিশুটির বয়স ১২।
Published : 15 Jun 2023, 09:49 PM
ময়মনসিংহের ধোবাউড়ায় বজ্রপাতে মাদ্রাসার দুই শিশু-শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ঘোষগাঁও ইইউনিয়নের জরিপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ধোবাউড়া থানার এসআই মো. ইনছান আলী জানান।
নিহতরা হলো: ওই গ্রামের জুতি মিয়ার আট বছর বয়সি মেয়ে লাবীবা আক্তার ও ওমেদ আলীর ১২ বছর বয়সি মেয়ে মুর্শিদা আক্তার।
স্থানীয়দের বরাতে এসআই ইনছান আলী বলেন, বিকালে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে বজ্রপাতে শিশু দুটি আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।