ফেনীতে এক সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।
Published : 03 Jan 2023, 09:59 PM
আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, “যতই শক্তি প্রয়োগ করা হোক, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন অবশ্যই হবে। হয় সরকার পদত্যাগ করবে, না হয় পদত্যাগে বাধ্য করা হবে।”
মঙ্গলবার বিকালে ফেনী পৌর শহরের ইসলামপুর রোডে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি নেতা বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করি, যাতে তারা বুঝতে পারেন এ সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার আসবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের শক্তির কাছে তাদের পরাজিত হতেই হবে।”
মোহাম্মদ শাহজাহান আরও বলেন, “যে সংবিধান আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে কায়েম করেছিলাম, জনগণের যে অধিকার আমরা প্রতিষ্ঠা করেছিলাম, তারা সেই সংবিধানকে ক্ষতিগ্রস্ত করেছে। জনগণের অধিকার তারা হরণ করেছে। শেষ পর্যন্ত তাদের বিদায় নিতেই হবে। গায়ের জোরে তারা টিকে থাকতে পারবে না।”
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবদিন, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জালাল আহমদ মজুমদার, সহসমবায় বিষয়ক সম্পাদক বেলাল আহমদ।