বরিশাল নৌ-বন্দরের পন্টুন থেকে পড়ে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার

পথশিশু হিসেবে নৌ-বন্দর এলাকাতেই থাকা কিশোরীর পরিবারের সন্ধান করার চেষ্টা করা হলেও তাদের এখনও পাওয়া যায়নি।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 06:33 AM
Updated : 20 May 2023, 06:33 AM

বরিশাল নৌ-বন্দরের পন্টুন থেকে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পন্টুনের দক্ষিণ পাশে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার হয়েছে বলে জানান বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল জলিল।

এর আগে বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে সাথী (১২) পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল বলে জানিয়েছে নৌ পুলিশ।

বরিশাল নৌ-বন্দর এলাকার পথশিশু সাথী ভোলা সদরের মধ্য গুচ্ছগ্রাম এলাকার মো. বশিরের মেয়ে।

ওসি জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে নৌ-বন্দরের পন্টুনে সাথীসহ আরেক কিশোর খেলছিল। এ সময় হঠাৎ পা পিছলে তারা দুজন নদীতে পড়ে যায়। পরে কিশোরকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হয় সাথী।

খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি করলেও সাথীর সন্ধান পাওয়া যায়নি।

ওসি জানান, শনিবার নদীতে ভেসে উঠার পর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নৌ পুলিশের কর্মকর্তা জলিল আরও জানান, কিশোরীটির বাড়ি ভোলায় হলেও সে পথশিশু হিসেবে নৌ-বন্দর এলাকাতেই থাকতো। তার পরিবারের সন্ধান করা হলেও কিন্তু ঠিকানায় তাদের পাওয়া যায়নি। পেলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আর পরিবারের সন্ধান না পেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে তার মরদেহ দাফন করা হবে বলে জানান ওসি।