পুলিশ সুপার জানান, হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে অকপটে স্বীকার করেছেন সাদ্দাম।
Published : 25 Nov 2023, 02:04 PM
নাটোরের লালপুর উপজেলায় স্বাস্থ্য সেবিকাকে হত্যার মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে বড়াইগ্রামের আহমেদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সকালে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
গ্রেপ্তার মো. জাহিদ হাসান সাদ্দাম (২৯) বড়াইগ্রামের কামারদহ এলাকার মো. সোহরাব হোসেনের ছেলে।
তারিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে লালপুর উপজেলার গোপালপুর তোফাকাটা মোড় এলাকার রাস্তার পাশ থেকে মাহমুদা আক্তার বীথির (৩২) লাশ উদ্ধার করা হয়। বীথি লালপুরে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে অফিস সহকারী হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. আমজাদ হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।
জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানিয়েছেন দীর্ঘদিন ধরে বিথীর সঙ্গে তার সম্পর্ক চলছিল। সম্প্রতি বিথী বিয়ের জন্য চাপ দিলে সাদ্দাম এতে অপারগতা জানিয়েছিলেন।
এ ছাড়া বিভিন্ন সময় বিথী সম্পর্ক ফাঁস করে দেওয়ার কথা বলে কৌশলে সাদ্দামের কাছ থেকে টাকা-পয়সা নিতেন। এতে ‘ত্যক্ত-বিরক্ত হয়ে’ বিথীকে হত্যা করেন সাদ্দাম।
পুলিশ সুপার জানান, হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে অকপটে স্বীকার করেছেন সাদ্দাম। বৃহস্পতিবারে বিথীকে কৌশলে ডেকে নিয়ে আম বাগানে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেন বলে স্বীকার করেছেন তিনি।
তার কথামতো ঘটনাস্থলের পাশের ঝোপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।