ছেলেকে মৌমাছির আক্রমণ, বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

মৌমাছির ঝাঁক সুমনকে আক্রমণ করলে তাকে বাঁচাতে ছুটে যান বাবা মকলেছার রহমান ও দাদি ফাতেমা বেগম।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2022, 12:27 PM
Updated : 28 Sept 2022, 12:27 PM

নওগাঁর মান্দায় মৌমাছির আক্রমণ থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া তার ছেলে ও বৃদ্ধা মা আহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের নিখিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান। 

নিহত মকলেছার রহমান (৫০) নিখিরাপাড়া গ্রামের বাসিন্দা। 

আহতরা হলেন মকলেছার রহমানের মা ফাতেমা বেগম (৭০) ও তার ছেলে সুমন ইসলাম (২০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ওসি শাহিনুর রহমান জানান, দুপুরে ছাগলের জন্য বাড়ির পাশের একটি ডুমুর গাছে উঠে পাতা কাটছিলেন সুমন ইসলাম।

“এক পর্যায়ে অসাবধানতাবশত ওই গাছে থাকা একটি মৌচাক কাটা পড়ে এবং মৌমাছির ঝাঁক সুমনকে আক্রমণ করে।” 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, মৌমাছির আক্রমণ ঠেকাতে গিয়ে গাছ থেকে পড়ে যান সুমন। এ সময় সুমনকে বাঁচাতে গিয়ে আক্রমণের শিকার হন তার বাবা মকলেছার রহমান ও দাদি ফাতেমা বেগম। 

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মকলেছার রহমানকে মৃত ঘোষণা করেন।