Published : 26 Apr 2024, 10:48 PM
ব্রাহ্মণবাড়িয়া সদরে ফুটবল খেলায় পটকা ফোটানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক যুবকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আসলাম হোসেন।
নিহত ইয়াকুব মিয়া (২৬) ওই গ্রামের প্রয়াত আবদুল্লাহর ছেলে। আহতদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি আসলাম হোসেন বলেন, বিকালে স্থানীয় এক বিদ্যালয় মাঠে নরসিংসার উত্তরপাড়া এবং দক্ষিণপাড়ার মধ্যে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের পটকা ফোটানোকে কেন্দ্র করে দুদলের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াকুব ঘটনাস্থলেই মারা যান। এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হন আরও পাঁচজন।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, মৃতদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।