গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেলক্রসিং এ ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একজনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও একজন।
কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া-নলছাটা রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল হাসিব খাঁন (৫২) স্থানীয় বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের আলী আজম খাঁনের ছেলে। তিনি সাইফ পাওয়ার টেক কোম্পানিতে কর্মরত ছিলেন।
মাইক্রেবাসের চালক আহত সজিব খাঁনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসআই মশিউর বলেন, বিরুয়া-নলছাটা রেলক্রসিং পার হওয়ার সময় টঙ্গীগামী একটি ট্রেনের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রেললাইনের দক্ষিণ পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।