নাজমুলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান ওসি।
Published : 22 Oct 2023, 09:34 PM
বগুড়ার গাবতলী উপজেলায় নিখোঁজের দুইদিন পর ধানক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ৩টার দিকে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামে মরদেহটি পাওয়া যায় বলে গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান।
নিহত নাজমুল হাসান (৩৫) গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
ওসি সনাতন চন্দ্র বলেন, নাজমুল গত শুক্রবার বিকালে তার অটোরিকশা বাড়িতে রেখে বাইরে বের হয়ে আর ফেরেননি। এলাকায় মাইকিং করে তার খোঁজ করেছিলেন পরিবারের লোক। তবে এ বিষয়ে পুলিশকে অবগত করেননি তার স্বজনরা।
তিনি আরও বলেন, এরপর রোববার দুপুর ২টায় ওই গ্রামের একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
“নাজমুলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন; তদন্ত চলছে বলে জানান ওসি।