দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হয়েছে তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ওসি।
Published : 16 Nov 2023, 01:39 PM
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় পাথর বোঝাই ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নে বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান খাতিহাতা হাইওয়ে থানার ওসি অকুল চন্দ্র বিশ্বাস।
নিহত ৩২ বছরের আব্দুল খালেক অ্যাম্বুলেন্সটির চালক ছিলেন। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিম পাড়ার মো. তাজুল ইসলামের ছেলে।
ওসি অকুল চন্দ্র জানান, সকালে বীরপাশা এলাকায় ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সিলেটগামী অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক নিহত হন। অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিলেন না।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হয়েছে তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন।