আটকদের কাছ থেকে চারটি সিপিইউ, ছয়টি হার্ডডিস্ক ও একটি এসডি কার্ড জব্দ করেছে র্যাব।
Published : 01 Apr 2024, 02:02 AM
নাটোরের নলডাঙ্গায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও উঠতি বয়সীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি ও সংরক্ষণের দায়ে চারজনকে আটক করেছে র্যাব।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নলডাঙ্গার ব্রহ্মপুর, পীরগাছা, শরকুতিয়া বাজার এলাকায় পর্নোবিরোধী অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৫ সিপিসি-২ এর অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সঞ্জয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পর্নোবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি সিপিইউ, ছয়টি হার্ডডিস্ক, একটি এসডি কার্ড জব্দ করা হয়।
আটকরা হলেন, নলডাঙ্গার শরকুতিয়া দক্ষিণ পাড়ার মো. রাসেল সরদার (২২), শরকুতিয়া মসজিদপাড়ার মো. নুরশাদ সরকার (৩৫), শরকুতিয়া পূর্বপাড়ার মো. মিঠু সরদার এবং ব্রহ্মপুর হিন্দুপাড়ার শ্রী বাচ্চু সরকার।
র্যাব কর্মকর্তা সঞ্জয় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জব্দকৃত আলামতে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে মোবাইল, পেন ড্রাইভ বা মেমরিকার্ডের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করতেন বলে স্বীকার করেছেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]