ওসি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পরিবেশ শান্ত।”
Published : 01 Dec 2023, 01:01 AM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা ফারজানা রাব্বী বুবলীর গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে সাঘাটা থানার ওসি রাকিব হাসান জানান।
তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পরিবেশ শান্ত।”
ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত এ আসনে এবার নৌকার মনোনয়ন চেয়েছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে ফারজানা রাব্বী বুবলী। কিন্তু সেখানে আওয়ামী লীগ নৌকার মাঝি করেছে বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনকে।
ফারজানা রাব্বী বুবলী সাংবাদিকদের বলেন, বিকালে তিনি তার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বোনারপাড়ার সহকারী রির্টার্নিং কর্মকর্তা ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর বোনরপাড়া থেকে বারকোনা বাজার হয়ে তার নিজ বাড়ি ফুলছড়ি উপজেলার গটিয়া গ্রামে ফিরছিলেন।
হামলাকারী কারও নাম উল্লেখ না করে ফারজানা রাব্বী বুবলী বলেন, “ওই এলাকায় দুর্বৃত্তরা গাড়ি বহর লক্ষ্য করে প্রথমে ইট-পাথর নিক্ষেপ করে। পরে তারা বহরের ভেতরে ঢুকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।
এতে কমপক্ষে সাতটি মোটরসাইকেল ভাঙচুর এবং অন্তত ১২ কর্মী-সমর্থক আহত হয়েছেন বলেও দাবি করেন ফারজানা রাব্বী বুবলী।