‘বঙ্গবন্ধুর ছবি বিকৃত’ করার অভিযোগে কুড়িগ্রামে যুবদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত এবং শেখ হাসিনাকে উদ্দেশ করে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2023, 08:47 AM
Updated : 19 May 2023, 08:47 AM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে উপজেলার কচাকাটা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কচাকাটা থানার ওসি গোলাম মর্তুজা। 

গ্রেপ্তার সাইদুল ইসলাম যুবদল কচাকাটা ইউনিয়ন কমিটির আহ্বায়ক। 

মামলার এজাহারের বরাতে ওসি মর্তুজা বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাইদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে নানা বিষয়ে অপপ্রচার চালিয়ে আসছিলেন। 

“বিষয়টি কচাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কচাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আতাউল রহমানের নজরে আসে। পরে বৃহস্পতিবার এ নিয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এজাহার দায়ের করেন তিনি।” 

ওসি আরও বলেন, “রাতেই সাইদুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিকৃত করা ছবি এবং শেখ হাসিনাকে উদ্দেশ করে নানা অসৌজন্যমূলক লেখা পাওয়া যায়।” 

শুক্রবার কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে সাইদুলকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মর্তুজা।