সিলেটে ফেনসিডিল বহনের দায়ে একজনের ১৪ বছরের কারাদণ্ড

পিপি জানান, ৩৯২ বোতল ফেনসিডিলসহ জাকিরকে আটক করে র‌্যাব।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2023, 02:49 PM
Updated : 30 May 2023, 02:49 PM

সিলেটে মাদক মামলায় এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে সিলেটের জ্যেষ্ঠ দায়রা জজ মশিউর রহমান চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) মো. নিজাম উদ্দিন।

দণ্ডিত জাকির আহম্মদ জামাল (৩৮) জকিগঞ্জ উপজেলার মৌলভীরচক বিয়াবাইল এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পিপি নিজাম উদ্দিন বলেন, ২০২০ সালের ১৭ জুলাই সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে ৩৯২ বোতল ফেনসিডিলের চালানসহ জাকির আহম্মদকে আটক করে র‌্যাব-৯।

এ ঘটনায় জাকিরের বিরুদ্ধে র‌্যাব-৯ এর এসআই সজল কুমার ধর বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় জামালকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আইনজীবী আরও বলেন, মামলার তদন্ত শেষে জাকিরকে আসামি করে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২১ সালের ১৪ মার্চ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়। ১০ জনের সাক্ষ্য শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত।

রায়ে আদালত আসামি জাকিরকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।