ট্রলারের যাত্রীরা কীর্তনখোলা নদীতে সোহেলের লাশ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়।
Published : 17 Feb 2023, 12:25 PM
বরিশালের কীর্তনখোলা নদীতে তিনদিন আগে ট্রলার থেকে পড়ে নিখোঁজ শ্রমিক সোহেল খা’র লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বরিশাল সদর নৌ-থানার এসআই মাসুম জানান, শুক্রবার সকালে কীর্তনখোলা নদীর কোস্টগার্ডের টার্মিনাল সংলগ্ন অংশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন তারা।
ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় আমিরাবাদ এলাকার আব্দুল জলিল খা’র ছেলে সোহেল মঙ্গলবার সকালে কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় নিখোঁজ হয়।
সে বরিশাল নগরীর পলাশপুর বৌ-বাজার এলাকায় ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত রনির বাসায় ভাড়া থাকতো।
এসআই মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলারের যাত্রীরা নদীতে একটি লাশ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সোহেলের পরিবারের সদস্যরা গিয়ে তার লাশ শনাক্ত করে।
এ ঘটনায় মহানগর পুলিশের কাউনিয়া থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
কীর্তনখোলা নদীতে ট্রলার থেকে পড়ে শ্রমিক নিখোঁজ
চরমোনাই মাহফিলগামী লোকজনদের পারাপারের ট্রলার শ্রমিক হিসেবে কাজ করতো সোহেল। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘাটে বেঁধে রাখা একটি ট্রলারের পিছনে যায় সে। পরে হঠাৎ ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়।
পরিবারের সদস্যরা জানায়, সোহেলের মৃগী রোগ ছিলো। আগে সে সুন্দরবন লঞ্চের শ্রমিক হিসেবে কাজ করলেও এ রোগের কারণে তাকে সেখান থেকে বাদ দেওয়া হয়।