সিরাজগঞ্জে দুইজনের মরদেহ উদ্ধার

পৃথক স্থান থেকে এ দুটি মরদেহ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2022, 01:18 PM
Updated : 12 August 2022, 01:18 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার ভুঁইয়াগাতি ও এরান্দহ গ্রাম থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার ইসলাদীঘর গ্রামের প্রকাশ হালদারের ছেলে প্রসন্ন হালদার (৪২) এবং নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের শফি উদ্দিনের ছেলে নুর নবী (৩২)।

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ভুঁইয়াগাতি এলাকার একটি ইটভাটার মাঠে প্রসন্ন হালদারের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে এরান্দহ গ্রামের ঘরে নুর নবীর মৃতদেহ ঝুলতে দেখে স্বজনরা থানায় সংবাদ দেয়। এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি আরও বলেন, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।