ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের প্রাণ গেছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে তিনি জানান।
মৃতরা হলেন- বরিশাল নগরীর পলাশপুর এলাকার রানী বেগম (৪০) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুমন (৫২)।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বরিশাল বিভাগের দুটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৪১ জন চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৩ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৯ জন, বরিশালের বিভিন্ন হাসপাতালে ৩১, পটুয়াখালীতে ৪২, ভোলায় ১৬, পিরোজপুরে ১১২, বরগুনায় ৬৪ ও ঝালকাঠিতে ৩৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৩৫ হাজার ৮৮৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন; আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ২৬৪ জন।
একই সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে চার, পটুয়াখালীতে দুই, ভোলায় ১০, পিরোজপুরে ১২, বরগুনায় পাঁচ এবং ঝালকাঠি সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।