ঝিনাইদহের সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১

উদ্ধার হওয়া এই ৪০ স্বর্ণের বার ভারতে পাচার করা হচ্ছিল বলে বিজিবির ভাষ্য। 

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2022, 03:27 PM
Updated : 29 Sept 2022, 03:27 PM

ঝিনাইদহের সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক হয়েছেন; যিনি ওই স্বর্ণ ভারতে পাচার করছিলেন বলে বিজিবি জানিয়েছে। 

বৃহস্পতিবার বিকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে এই অভিযান চালানো হয় বলে বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান।

আটক শওকত আলির (৫০) বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, ভারতে সোনা পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল অভিযানে যায়। মাটিলা গ্রামের আতিকুর রহমানের পুকুরের পাড় দিয়ে একজনকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি। 

“ওই ব্যক্তি বিজিবিকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তার দেহ তল্লাশি করে স্বর্ণের ৪০টি বার উদ্ধার করা হয়।” 

উদ্ধার করা স্বর্ণের ওজন ৪ কেজি ৬৬৮ গ্রাম এবং মূল্য ৩ কোটি ৩১ লাখ ৩২ হাজার টাকা বলে এই বিজিবি কর্মকর্তা জানান। 

বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ ও উদ্ধার করা স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।