রহিম জমিতে কালাই বুনতে গেলে প্রতিপক্ষের লোকজন তাতে বাধা দেয় এবং রহিমের ওপর হামলা চালায়।
Published : 24 Feb 2024, 08:53 AM
টাঙ্গাইল সদর উপজেলায় জমির বিরোধে এক ব্যক্তি খুন হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।
রোববার উপজেলার হুগড়া ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান।
নিহত ৫০ বছর বয়সী আব্দুর রহিম উপজেলার হুগড়া ইউনিয়নের উত্তর বেগুটাল গ্রামের মো. কাঙ্গালীর ছেলে।
পুলিশ জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে রহিমের সঙ্গে তার চাচা আব্দুল হালিমের বিরোধ চলে আসছে। এর মধ্যে সকালে রহিম জমিতে কালাই বুনতে যান। তখন প্রতিপক্ষের লোকজন তাতে বাধা দেয় এবং রহিমের ওপর হামলা চালায়। রহিমের চিৎকারে তার ছেলেরা এগিয়ে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ১৫ জন আহত হয়।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে আব্দুর রহিমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান।
ওসি ছালাম মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন অভিযোগ আসেনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]