নীলফামারীতে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ঢাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার মধ্যরাতে রাজধানীর শাহআলী থানার রাইনখোলা কাঁচাবাজার এলাকা থেকে মাজেদুল ইসলাম ওরফে মজি (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৪ জানায়, মাজেদুলের বাড়ি নীলফামারীর জলঢাকা থানার এক গ্রামে। প্রতিবেশী এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ বছর বয়সী ওই তরুণী থাকে তার পালক বাবা-মায়ের কাছে। তার পালক বাবা এলাকায় একটি চায়ের দোকান চালান। পালক মাও সেই দোকানে বসেন কখনও কখনও।
মামলার বরাত দিয়ে র্যাব বলছে, গত ১৫ জুন সকালে মেয়েকে বাসায় রেখে দোকানে যান তার বাবা-মা। সেই সুযোগে মাজেদুল ওই বাসায় ঢুকে মেয়েটিকে ‘ধর্ষণ করে’ পালিয়ে যান।
এরপর জলঢাকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মেয়েটির বাবা। সেখানে মাজেদুলকেই একমাত্র আসামি করা হয়।
তদন্ত শুরুর পর গোপন সংবাদের ভিত্তিতে মাজেদুলের সন্ধান পেয়ে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের প্রাথমিক জিজ্ঞসাবাদে ‘ধর্ষণের কথা স্বীকার করেছেন’ মাজেদুল ইসলাম।