কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Published : 10 Aug 2023, 10:38 AM
চুয়াডাঙ্গার জীবননগরে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত ভ্যানে পিছন থেকে ধাক্কা দিয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ওসি এসএম জাবীদ হাসান।
নিহত ৫৫ বছর বয়সী হুমায়ুন আহম্মেদ জীবননগর পৌরএলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জাবীদ জানান, হুমায়ুন আহম্মেদ মোটরসাইকেলে দর্শনা থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। পথে পেয়ারাতলায় দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানে (স্থানীয়ভাবে লাটাহাম্বার নামে পরিচিত) ধাক্কা দেন তিনি।
“গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে নেওয়ার পরামর্শ দেন। যশোরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
ওসি জাবীদ আরও জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।