ফরিদপুরে শত বছরের পূণ্যস্নানে ঢল পূণ্যার্থীদের

প্রতি বছরের মতো এবারও পূণ্যস্নানকে কেন্দ্র করে বসেছে ঐতিহ্যবাহী মেলা।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2023, 01:36 PM
Updated : 5 Feb 2023, 01:36 PM

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহাসিক পূণ্যস্নানে যোগ দিয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা পূণ্যার্থীরা।

রোববার উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরের কয়ড়া কালী মন্দিরের পাশে চন্দনা-বারাশিয়া নদীতে এ পূণ্যস্নান হয় বলে মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা জানান।

তিনি জানান, মাঘী পূর্ণিমা তিথিতে এ পূণ্যস্নানের মাধ্যমে পাপমোচনের জন্য দেবী মায়ের কাছে প্রার্থনা করেন  পূণ্যার্থীরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দূর-দূরান্ত থেকে আসা পূণ্যার্থীদের ঢল নামে এখানে। এই তীর্থস্নানে হাজারও ভক্ত অংশ নেন। এ সময় গঙ্গা মন্ত্র পাঠ, আচমন ও সূর্য প্রণাম করেন তারা।

“প্রতি বছরের মতো এবারও পূণ্যস্নানকে কেন্দ্র করে বসেছে ঐতিহ্যবাহী মেলা। তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ মেলা।”

এই গঙ্গাস্নানে বিদেশি ভক্তরা আসেন বলে মন্দির কমিটির সভাপতি জানান।

মাগুরা থেকে আসা আরতি রানী মণ্ডল বলে, “আমি দীর্ঘদিন ধরে এখানে আসি। স্নান শেষে মন্ত্র পাঠ করে প্রসাদ গ্রহণ করি। এ বছর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে এনেছি।”

শহরের টেপাখোলা থেকে আসা কৃষ্ণা রানী দাস বলেন, “মাঘী পূর্ণিমা তিথিতে এ পূণ্যস্নানের মাধ্যমে মা কালীর কাছে নিজেদের পাপমোচনের জন্য প্রার্থনা করি।”