Published : 16 Jan 2023, 06:13 PM
চাঁদপুরে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় জেলে নৌকা ডুবে একজন নিহত হয়েছেন; নিখোঁজ রয়েছেন আরও দুইজন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর হরিণা নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, রোববার রাতে সদর উপজেলার হরিণা এলাকায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
নিহত হয়েছেন সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মো. জয়নালের ছেলে আব্দুল জলিল।
নিখোঁজ রয়েছেন একই এলাকার আব্দুল মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ হোসেন ও নূরুজ্জামান শেখের ছেলে মুক্তার শেখ।
নৌ-ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় নৌকার উপরে লঞ্চ উঠে গেছে।
স্থানীয়দের সহায়তায় এক জেলের মরদেহ এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়; নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সকাল থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।
জীবিত উদ্ধার ফারুক বেপারী একই এলাকার গফুর বেপারীর ছেলে।