বুধবার ভোরে এশিয়ান বাইপাস সড়কে নাগরী ইউনিয়নের গলান এলাকায় পণ্যবাহী কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করা হয়।
Published : 09 Nov 2023, 06:39 PM
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনার বিএনপি ও অঙ্গসংগঠনের ১৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার গভীর রাতে আহত কাভার্ড ভ্যানের চালক মো. ফজলু মিয়া বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেন।
কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান বলেন, এ মামলায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা বলছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা মোক্তারপুর ইউনিয়নের একুতা গ্রামের বাসিন্দা ও জেলা বিএনপির সদস্য আমরুল কায়েস, উপজেলার তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বোয়ালী গ্রামের বাসিন্দা আবুল হাশেম এবং কালীগঞ্জ পৌর বিএনপির প্রচার সম্পাদক ও চৌড়া গ্রামের বাসিন্দা আশরাফুল আলম সেলিম।
মামলায় বলা হয়েছে, বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন বুধবার ভোরে এশিয়ান বাইপাস সড়কে উপজেলা নাগরী ইউনিয়নের গলান এলাকায় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করা হয়।
এতে কাভার্ড ভ্যানের আংশিক পুড়ে যায় এবং চালক ও সহকারী আহত হন।