গাজীপুরে পণ্যবাহী কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ

ফ্রেশ কোম্পানির পণ্যবাহী কভার্ড ভ্যানটি ঢাকা বাইপাস সড়ক হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল বলে জানায় ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 08:02 AM
Updated : 8 Nov 2023, 08:02 AM

বিএনপি-জামায়াতে ইসলামীর ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি পণ্যবাহী কভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার ভোরে উপজেলায় ঢাকা বাইপাস সড়কে নগরীর গলান এলাকায় এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আতিকুর রহমান জানান।

তিনি বলেন, ওই এলাকায় ভোর ৫টার দিকে ফ্রেশ কোম্পানির পণ্যবাহী একটি কভার্ড ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

“কভার্ড ভ্যানটি ঢাকা বাইপাস সড়ক হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বার থেকে কল করে বিষয়টি কালীগঞ্জ ফায়ার সার্ভিসে জানানো হয়।‌”

পরবর্তীতে ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।

কভার্ড ভ্যানের গ্লাস ভেঙে এবং সামনের অংশ ও সিট পুড়ে যায়; এ সময় কভার্ড ভ্যানে থাকা মিস্ত্রী এবং চালকের সহকারী আহত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।