মোট ৫৬ লাখ ১১ হাজার ১০৪ টাকা জরিমানা করা হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শিরট্টী ভারাহুত বিদ্যালয়ে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযাগে এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হাসানকে মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয় বলে পাঁচবিবি থানার ওসি পলাশচন্দ্র দেব জানান।
অভিভাবকদের অভিযাগ, বিদ্যালয়ের অফিস সহকারী জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণির ছাত্রীদের কৌশলে যৌন নিপীড়ন করে আসছিলেন। তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করেন।
পরে অভিযোগ পেয়ে পুলিশ তাকে আটক করে।
ওসি বলেন, অভিযাগের ভিত্তিতে তাকে আটক করা হয়। সোমবার রাতে মামলা হলে মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।