গুরুতর আহত রুবেল মাতুব্বরকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 16 Jan 2023, 12:01 AM
মাদারীপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে একদল মুখোশপরা হামলাকারী।
রোববার রাত ৮টার দিকে জেলা শহরের পুরান বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন কাঁচামাল ব্যবসায়ী সদরের চরনাচনা গ্রামের হায়দার আকনের ছেলে রুবেল আকন (৩০) এবং পূর্বরাস্তি গ্রামের মোবারক মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর (৩৮)।
গুরুতর আহত রুবেল মাতুব্বরকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের চিকিৎসক জাহিন আরেফিন।
মাদারীপুর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী স্থানীয়দের বরাতে জানিয়েছেন, রাত ৮টার দিকে শহরের পুরান বাজার এলাকার একটি চটপটির দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রুবেল মাতুব্বর এবং রুবেল আকনকে মুখোশপরা একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
“পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে; সেখান থেকে গুরুতর আহত রুবেল মাতুব্বকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।”
ওসি আরও বলেন, থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।