আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
Published : 21 Nov 2023, 06:57 PM
সিরাজগঞ্জ সদর উপজেলায় ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করে তিনজনকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় ‘ডাকাতির’ কাজে ব্যবহৃত একটি ট্রাকটি পুড়িয়ে দেয় তারা।
সোমবার রাত ২টার দিকে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান।
গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার আন্দারীপাড়ার সাদিকুল মিয়া (৪৫), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামের তয়জাল মন্ডল (৪৪) ও একই এলাকার শুকচাঁন সরকার (৩৮)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সিরাজুল ইসলাম বলেন, যমুনার তীর ঘেঁষে গড়ে উঠা পাঁচঠাকুরী ও আশপাশের এলাকায় কিছুদিন যাবত যাবত গরু চুরি ও ডাকাতি ঘটনা ঘটছিল। এজন্য গ্রামবাসী পালাক্রমে রাত জেগে পাহারা দেয়।
“সোমবার রাতে ডাকাতদের বহনকারী একটি ট্রাক ওই গ্রামে প্রবেশ করে। এ সময় পাহারায় থাকা লোকজন ট্রাকটি থামানো চেষ্টা করেন। এরপর দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করতে পারলেও বাকিরা ট্রাকটি নিয়ে পোটল ষোলহাটি বাজার এলাকার দিকে চলে যায়।”
তিনি আরও বলেন, গ্রামবাসী ওই এলাকার লোকজনকে মোবাইলে ফোনে খবর দিলে তারা ট্রাকসহ আরেক একজনকে ধরে ফেলে এবং বাকিরা পালিয়ে যায়।
“এরপর স্থানীয় জনতা আটক তিন ডাকাতকে পিটিয়ে আহত করে এবং ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।”
খবর পেয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পরিতোষ চন্দ্র দাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।