শিহাব ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
Published : 21 Feb 2024, 11:55 PM
ময়মনসিংহে মেস থেকে এক প্রকৌশল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে খাগডহর ঘুন্টি এলাকার ছাত্রদের একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসুল সামদানী আজাদ জানান।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুল ইসলাম শিহাব (২৪) রাজধানীর কামরাঙ্গীর চর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শিহাব মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সারাদিন তার কোনো সাড়াশব্দ না পেয়ে সহপাঠীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন।
পুলিশ গিয়ে মেসের দরজা ভেঙে বিছানায় শিহাবের মরদেহ দেখতে পায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা রাসুল সামদানী আজাদ বলেন, “ধারণা করা হচ্ছে, শিহাব হৃদরোগ বা মস্তিষ্কের রক্তরক্ষণে মারা গেছেন। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।”
শিহাবের মৃত্যুতে কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।