কক্সবাজারে ১৪ লাখ ইয়াবার মামলায় তিনজনের যাবজ্জীবন

মাদক মামলায় পালিয়ে যাওয়া ব্যক্তি ও নেপথ্যের গডফাদারদের শনাক্ত করা জরুরি বলে পর্যাবেক্ষণে বলেছে আদালত।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2023, 05:10 PM
Updated : 16 March 2023, 05:10 PM

কক্সবাজারে ১৪ লাখ ইয়াবা ও পৌনে দুই কোটি টাকা জব্দের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। 

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি দীলিপ কুমার ধর জানিয়েছেন।

দণ্ডিত হয়েছেন কক্সবাজার পৌরসভার নুনিয়ারছড়ার মো. নজরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম ফারুক, তার শ্বশুর একই এলাকার আবুল হোসেনের ছেলে আবুল কালাম এবং মোজাফফর আহমদের ছেলে নুরুল আমিন বাবু।

মামলার বরাতে দীলিপ কুমার বলেন, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি জেলা সদরের খুরুশকুল-চৌফলদন্ডী সেতুর পাশের খালে নোঙর করা নৌকা থেকে ১৪ লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি ফারুকের বাড়ি থেকে এক কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। 

ঘটনার পরদিন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। 

একই বছরের ৩ জুন আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আজহারুল ইসলাম। 

মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তাসহ ৩২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১৫ মার্চ রায় ঘোষণার দিন ধার্য থাকলেও একদিন পর রায় ঘোষণা করে আদালত।

রায়ে যাবজ্জীবন ছাড়াও আসামি তিনজনকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। অপর একজন খালাস পেয়েছেন।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, খালাস পাওয়া একজনের বিষয়ে আদালতের ভাষ্য, আসামি কিশোর ও তার বাবা সাজাপ্রাপ্ত হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাকে খালাস দেওয়া হয়েছে। 

আদালত পর্যাবেক্ষণে বলেছে, “মাদক মামলায় পালিয়ে যাওয়া ব্যক্তি ও নেপথ্যের গডফাদারদের শনাক্ত করা জরুরি।”

খালাস পাওয়া কিশোরের বিষয়ে এপিপি জানান, পাবলিক প্রসিকিউটর (পিপি) ঢাকায় রয়েছেন। তিনি ফিরলে ওই কিশোরের বিষয়টি আলোচনা করে আপিল করা হতে পারে।