Published : 03 Apr 2023, 09:30 PM
দিনাজপুরের খানসামা উপজেরায় ভিডব্লিউবি তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার দুপরে উপজেলা ডাকবাংলার সামনের সড়কে মানবন্ধন করেছে এলাকাবাসী।
উপজেলার ‘ইউপি সদস্য ও সদস্যা ঐক্য ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এই মানবন্ধনে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে ফোরামের সভাপতি ইউপি সদস্য মোজাহারুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা বক্তব্য রাখেন।
মোজাহারুল ইসলাম বাবুল বলেন, নিয়ম বহির্ভূতভাবে উপজেলা প্রশাসন ভিডব্লিউবি [ভালনারেবল উইমেন বেনিফিট] তালিকা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা [ইউএনও] রাশিদা আক্তার স্বেচ্ছাচারিতা করে উপজেলা চেয়ারম্যানের পছন্দের তালিকা তৈরি করেছেন।
তিনি অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের মতামত এবং চেয়ারম্যানদের স্বাক্ষর ছাড়াই এই উপজেলায় চূড়ান্ত হওয়া ২ হাজার ৬৫৯ জনের তালিকা সংশোধনের দাবিতে গত ১০ জানুয়ারি অবস্থান কর্মসূচি করা হয়। তালিকা সংশোধনের দাবিতে ছয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা প্রশাসনের মাসিক সভা বর্জন করেছেন।
“কিন্তু আজও তালিকা সংশোধন না হওয়ায় বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। ইউএনও রাশিদা আক্তারকে প্রত্যাহার এবং সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
অভিযোগ বিষয়ে ইউএনও রাশিদা আক্তার বলেন, সরকারের দেওয়া নির্দেশ এবং নীতিমালা মেনে তালিকা করা হয়েছে।
“সংশোধনের সময় ছিল, কিন্তু তারা সংশোধনের জন্য আমাকে কোনো সহযোগিতা করেনি। আমি মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়ে দিয়েছি। সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে। তারা তাদের স্বার্থ হাসিল করতে না পেরে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে অপসারণ দাবি করছে।”