আর্জেন্টিনার গোলে উল্লাসের সময় রড বিঁধে সমর্থকের মৃত্যু

আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2022, 07:31 AM
Updated : 19 Dec 2022, 07:31 AM

আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে নিমার্ণাধীন বেইলি ব্রিজের রডে বিদ্ধ হয়ে এক যুবকের প্রাণ গেছে যশোরের ঝিকরগাছায়।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, উপজেলার বঙ্গবন্ধু পার্ক এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহত ২৫ বছর বয়সী রাকিব হোসেন উপজেলার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম জানান, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য কাটাখালের দুই ব্রিজের মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেওয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

এ সময় উৎফুল্ল রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মানাধীণ বেইলি ব্রিজের উপর পড়লে পিঠে রড বিঁধে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তরিকুল।

ওসি সুমন ভক্ত বলেন, “উল্লাস করতে গিয়ে দুর্ঘটনায় রাকিব হোসেনের মৃত্যু হয়েছে।”

পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।