সোহেল ভুয়া পরিচয় দিয়ে মোটরসাইকেল আটক, মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়, ভয়ভীতি দেখিয়ে প্রতারণা চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
Published : 14 Mar 2023, 12:46 PM
পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা ও মোটরসাইকেল ছিনতাই করার অভিযোগে এক যুবককে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার সাকেরদাহ উত্তরপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান ওসি সাইফুল।
এ সময় তার কাছে থেকে পুলিশের পোশাক, সাব-ইন্সপেক্টর র্যাঙ্ক ব্যাচ, পিস্তল কাভার, পুলিশ জ্যাকেটসহ ছিনতাই করা একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
আটক সোহেল রানার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামে। তার পিতার নাম সোনা উল্লার। সোহেল এতদিন ‘সুমন’ নামে নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিতেন।
ওসি সাইফুল আলম জানান, সোহেল দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয় দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানসহ পার্শ্ববর্তী জেলায় মোটরসাইকেল আটক, মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়, ভয়ভীতি দেখিয়ে প্রতারণা চালাচ্ছিলেন।
সর্বশেষ শনিবার তিনি মেহেরপুরের বারাদী বাজারে একটি মোটরসাইকেল থামিয়ে সেটা আটকের নামে ছিনতাই করেন।
সেই অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঝিনাইদহে তার অবস্থান নিশ্চিত হলে সেখান থেকে ছিনতাই করা মোটরসাইকেলটিসহ আটক করা হয়।
পরে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি সাইফুল।