নেত্রকোণায় নয় হাজার বোতল মদ, ইয়াবা, গাঁজা, যৌন উত্তেজক ট্যাবলেট ধ্বংস করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
নিষিদ্ধ বাজারে এসব মাদকের দাম এক কোটি ৩৭ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নেত্রকোণা পৌরশহরের পারলা এলাকায় বিজিবি ফাঁড়িতে এসব মাদক ধ্বংস করা হয়।
বিজিবি কর্মকর্তা জাকারিয়া বলেন, ২০১৭ সালের ১ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১১ মে পর্যন্ত ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন অভিযানে জব্দ করা হয় নয় হাজার ২৯৭ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ৪০৩টি ইয়াবা, চার কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০টি যৌন উত্তেজক ট্যাবলেট। এগুলো ধ্বংস করা হয়েছে।
“নিষিদ্ধ বাজারে এর দাম এক কোটি ৩৭ লাখ টাকার বেশি।”
মাদক ধ্বংস করার এই অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা ও কুফল তুলে ধরে বক্তব্য দেন তিনি।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী হায়দার রাসেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিকুন্নাহার, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. ফারুক আহমেদসহ স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে ছিলেন।