প্রেম প্রত্যাখ্যান: শিক্ষার্থীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

মাদারীপুরের বিদ্যালয়ে যাওয়ার পথে শিক্ষার্থীকে মারধর করে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 06:19 PM
Updated : 20 Nov 2023, 06:19 PM

মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার দুই সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় ওই দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার কদমবাড়িতে এ ঘটনায় সোমবার সকালে পাঁচজনকে আসামি করে থানায় হত্যাচেষ্টার মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

ঘটনাটিকে জঘন্য আখ্যা দিয়ে মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মামলার ভিত্তিতে দুইজনকেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

মামলার বরাতে পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে আড়ুয়াকান্দির একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীকে আলাদাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল তারই দুই সহপাঠী। প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে ওঠে তারা।

রোববার সকালে ছোট ভাইয়ের সঙ্গে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিল ওই শিক্ষার্থী। বিদ্যালয়ের কাছে গেলে ইজিবাইকে করে আসা দুই কিশোর ও তাদের সহযোগীরা তাকে মারধর করে। এক পর্যায়ে মেয়েটির শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে তারা।

ভাই-বোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় সোমবার সকালে দুইজনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার মাসুদ।