Published : 21 Oct 2022, 03:25 PM
চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আজিজুল শেখ পুলিশের হাতে ধরা পড়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন শুক্রবার সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, আগের রাতে ঢাকার ধামরাই উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার মকসেদপুর থানার জলিরপাড় গ্রামের আশ্রায়ণ প্রকল্প ঘরের বাসিন্দা ফজল শেখের ছেলে।
তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা, চুয়াডাঙ্গা সদর থানা ও দামুড়হুদা থানায় হত্যা, ডাকাতি ও চুরিসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, ২০২০ সালের ১৮ অক্টোবর চুয়াডাঙ্গার ঘুঘুডাঙ্গা গ্রামে একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার হন আজিজুল। সেই থেকে তিনি কারাগারে ছিলেন। গত ১৬ অক্টোবর সকালে আজিজুলসহ কয়েকজন আসামিকে নিয়ে পুলিশের একটি প্রিজন ভ্যান চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গনে য়ায়।
গাড়ি থেকে নামার পরপরই কৌশলে আজিজুল হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায়। টানা পাঁচদিন পলাতক থাকার পর ধরা পড়েন তিনি।