Published : 03 May 2023, 10:21 PM
ঝিনাইদহের কালীগঞ্জে এক কলেজ শিক্ষার্থীকে জোর করে সিঁদুর পরিয়ে দেয়ার চেষ্টা করায় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের ফয়লা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা।
ওসি বলেন, গ্রেপ্তার তপন কুমার ঘোষ (৪৫) উপজেলার খেদাপাড়ার বাসিন্দা। বিবাহিত ওই ব্যক্তি এক সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীর বরাত ওসি বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে কোলা সড়ক দিয়ে শহীদ নূর আলী কলেজে যাচ্ছিলেন একাদশ শ্রেণির তিন শিক্ষার্থী। এ সময় তাদের পিছু নেন তপন কুমার ঘোষ। শিক্ষার্থীদের দলটি ফয়লা এলাকায় পৌঁছলে পিছন থেকে এক শিক্ষার্থীকে জাপটে ধরে কপালে সিঁদুর পরিয়ে দিতে যান তিনি। এ সময় ভুক্তভোগীসহ শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।”
“স্থানীয়দের দেখে তপন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন; কিন্তু ধাওয়া দিয়ে তাকে আটক করেন স্থানীয়রা।”
ওসি আরও জানান, এরপর কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তারকে বিষয়টি জানান শিক্ষার্থীরা। অধ্যক্ষের কাছ থেকে খবর পেয়ে তপনকে আটক করে থানায় নেওয়া হয়। পরে থানায় ওই শিক্ষার্থীর বাবার করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আগে থেকেই ওই শিক্ষার্থীকে তরুণ উত্ত্যক্ত করে আসছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে বলে জানান ওসি।