একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুন ধরে গেলে দ্রুত বের হয়ে আসেন মজিবর।
Published : 15 Jun 2023, 12:45 PM
মাদারীপুরের শিবচর উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে দুইটি গরু ও একটি ছাগলের মৃত্যু হয়েছে। এ সময় পশুগুলোকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন এক কৃষক।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ মজিবর হাওলাদার (৬৫) ওই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো.ইব্রাহিম বলেন, “মজিবর হাওলাদারের শরীরের ৭৫ ভাগই অগ্নিদগ্ধ ছিল। রাতেই তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে।”
দগ্ধ মজিবরের ভাই লাভলু হাওলাদার জানান, কোরবানিতে বিক্রির জন্য লালন-পালন করা বড় দুটি গরুসহ তিনটি গরু ও একটি ছাগল বাঁধা ছিল গোয়াল ঘরে। মশা দূর করতে ঘরে কয়েল জ্বালানো হয়েছিল।
রাত ১০টার দিকে হঠাৎ করেই গোয়াল ঘরে আগুন দেখতে পান তার ভাই। এ সময় পশুগুলো বাঁচাতে ঘরে ঢুকে গরুর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুন ধরে গেলে তিনি দ্রুত বের হয়ে আসেন।
পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
তিনি এখন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন বলে তার ভাই লাভলু হাওলাদার।