এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ বলেন, “রাতে ইলেকশনের ফলাফল ঘোষণার পর এলাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে।”
Published : 08 Jan 2024, 04:40 PM
সিরাজগঞ্জ-৫ আসনের এনায়েতপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন।
রোববার দিনভর ভোট শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণার পর এসব হামলার ঘটনায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও খামার গ্রামের বাসিন্দা বিমল দাস বাদী হয়ে একটি মামলাও করেছেন।
এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, “বিমল দাস মামলায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করেছেন। এখন পরিস্থিতি শান্ত আছে।”
বেলকুচি ও চৌহালী উপজেলা নিয়ে গঠিত এই আসনে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শিল্পপতি আব্দুল মোমেন মণ্ডল।
মমিন মণ্ডল ৭৭ হাজার ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাস পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট।
মামলার বাদী বিমল দাস অভিযোগ করে বলেন, “রাত ১১টার দিকে বিজয় মিছিল থেকে নৌকার সমর্থকরা আমার বাড়িতে হামলা চালায়। ভয়ে আমরা বাড়ির লোকজন পিছন দিক দিয়ে পালিয়ে যাই।
“ওই সময় হামলাকারীরা বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর করে এবং অকথ্য ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে তারা ঘরের ভিতর ঢুকে আলমিরাতে থাকা নগদ আড়াই লাখ টাকা ও সাড়ে ৬ ভরি সোনার অলঙ্কার লুট করে নিয়ে যায় এবং বাড়ির মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে।”
এ ছাড়া ভাঙ্গাবাড়ি সীমান্ত মার্কেটের দৃষ্টি প্রতিবন্ধি বৃদ্ধ মোতালেব হোসেনকে মারধর, তার চায়ের দোকান ও বসতবাড়ি ভাঙচুর এবং বেতিলে আব্দুল্লাহ মণ্ডলের সিমেন্টের দোকান ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক খামার গ্রামের প্রবীণ সমাজসেবক হাজী আব্দুল কুদ্দুস সরকার (৭৩), ইউপি সদস্য পঙ্কজ চন্দ্র (৪৫), এলোঙ্গী চরের বাচ্চু মিয়া (৪০), দেওয়ান তলার খোশাল মণ্ডলের ছেলে মামুন হোসেন (২০) ও চাঁদপুর চরের আমজাদ আলীকে (৪৫) মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
একই রাতে স্বতন্ত্র প্রার্থী লতিফ বিশ্বাসের ছোট ভাই বেতিল বাজারের মাছ ব্যবসায়ী শাহাদত হোসেন বিশ্বাসের মাছের আড়তে হামলা এবং ভাতিজা নান্নু বিশ্বাসের চামড়ার গুদাম ও দোকান ভাঙচুর করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।
বেলকুচি থানার দৌলতপুরের আটারদাগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম হোসেন অভিযোগ করেছেন, তাকেও মারধর করেছেন বিজয়ী নৌকার সমর্থকরা।
এ বিষয়ে জানতে চাইলে নৌকার সমর্থক এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ সোমবার সাংবাদিকদের বলেন, “রাতে ইলেকশনের ফলাফল ঘোষণার পর এলাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সকালে বিমল দাসের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছি। নেতাকর্মীদের শান্ত থাকতে বলেছি। আর যেন এমন ঘটনা না ঘটে সেই চেষ্টা করছি।”
এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, “বিমল দাসের মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। অন্য ঘটনাগুলোতে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
এদিকে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি ও গ্রেপ্তার দাবি করেন।