এর আগেও ওই যুবককে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার করেছিল পুলিশ।
Published : 05 Apr 2024, 06:06 PM
নেত্রকোণার বারহাট্টা উপজেলা থেকে হেরোইনসহ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও আটক করা।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নেত্রকোণা ডিবি পুলিশের ওসি (পূর্ব) মো. সাইদুর রহমান।
গ্রেপ্তার আবু রায়হান প্রবান (৩২) নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। অপর গ্রেপ্তারের নাম তফসির খান (২৫)।
এ ঘটনায় মামলা দিয়ে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
ওসি সাইদুর রহমান বলেন, গোপন খবর পেয়ে গোপালপুর বাজারে অভিযান চালানো হয়। পরে আবু রায়হানকে আটক করে তার শরীর তল্লাশি করে এক গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় তার সহযোগী তফসির খানকেও আটক করা হয়
এসআই মো. সাদ্দাম হোসেন বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন বলেন, “ছাত্রলীগে মাদকসেবী ও সন্ত্রাসীর কোনো জায়গা হবে না। আবু রায়হানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি সাইদুর রহমান বলেন, “২০২৩ নালের ১০ জুলাই ইয়াবা ও হেরোইনসহ আবু রায়হানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই মামলায় জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়ান তিনি।”