Published : 24 Oct 2022, 11:59 PM
নাটোর সদর উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কোপানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন জানান।
৫৫ বছর বসয়ী ব্যক্তি বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তার মেয়ের জামাই।
আহত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মহসিন জানান, ওই গ্রামের মুচিরমোড় এলাকার আল আমিন (৩০) নামের এক যুবক ২৫ বছর বয়সী এক তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ বিষয়ে গত ২২ অক্টোবর থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে মেয়েটিকে আবারও উত্ত্যক্ত করেন আল আমিন।
“এ সময় প্রতিবাদ করলে ওই যুবক মেয়েটির বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।”
পুলিশ কর্মকর্তা মহসিন আরও জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।