টয়লেটের ট্যাংক পরিষ্কারের এক পর্যায়ে একজন নিচে পড়ে যান; তাকে উদ্ধারে আরেকজন নামেন বলে জানায় পুলিশ।
Published : 24 Jan 2024, 07:56 PM
কক্সবাজারে উখিয়া উপজেলায় আশ্রয় শিবিরে টয়লেটের ‘সেপটিক ট্যাংক পরিষ্কার’ করতে নেমে এক রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও এক রোহিঙ্গা।
বুধবার বিকালে উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান।
নিহত নুরুল বশর (৩০) উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের পরিচ্ছন্ন কর্মী।
আহত ব্যক্তি কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি শামীম বলেন, বিকালে ক্যাম্পে ব্র্যাকের ব্যবস্থাপনায় টয়লেটের ট্যাংক পরিষ্কার করছিলেন কয়েকজন পরিচ্ছন্ন কর্মী। এক পর্যায়ে নুরুল ট্যাংকের ভেতরে পড়ে যান। এ সময় সেখানে কাজ করতে থাকা আরেকজন তাকে উদ্ধারে ট্যাংকে নামেন।
এতে দুজনই ট্যাংকে আটকে যান। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় এবং অপরজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন।
আহত ব্যক্তিকে প্রথমে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আইওএম পরিচালিত হাসপাতালে ভর্তি করা হয়; তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
নুরুলের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন বলে জানান শামীম হোসেন।